
নারায়ণগঞ্জে মহামায়া সেবাশ্রম সংগঠনের উদ্যোগে বস্র বিতরণ ও ভক্তসেবা প্রদান
বিশেষ প্রতিবেদন : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ মাসদাইর কেন্দ্রীয় নগর শ্মশান ভক্তদের মাঝে ৩দিন ব্যাপী বস্র বিতরণ করা হয়।
গতকাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সপ্তমী, অষ্টমী ও নবমী ৩৷ দিবসে বস্ত্র বিতরণ ও ভক্ত সেবা প্রদান করেন মহামায়া সেবাশ্রম।
এ সময়, মহামায়া সেবাশ্রম সংগঠন এর লিটন পোদ্দার ও রতন দেবনাথ তারা বলেন, আমরা মানবতায় সৃষ্টির কল্যাণে কাজ করি। আমরা এই ধরাধামে আসছি একদিন এই শ্মশানেই আমাদের শেষ কার্য হবে। তারা আরে বলেন, আমাদের মহামায়া সেবাশ্রম সংগঠনের মাধ্যমে আমরা মানবতায় ভক্তদের মাঝে ১ হাজারো বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি ৭মী, অষ্টমী ও নবমী তে পর্যায় ক্রমে সেবা প্রদান করবো অসহায় ও ভক্তদের মাঝে। এছাড়াও আমরা শিক্ষা ও চিকিৎসা সহ বিবাহও পর্বেও মানবতায় বিভিন্ন পরিবার ভক্তদের সেবা দিয়ে আসছি।
এসময় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা লালপুরের তপু ঘোষ, গোপাল চন্দ্র সাহা, শ্রী চন্দন ঘোষ, শ্রী লিটন কর্মকার, তপু ঘোষ, তারক ঘোষসহ অনেকে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সর্বস্তরের ভক্তদের উপস্থিত ছিলো। পুলিশ আনসার এর নিরাপত্তা সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নিরাপত্তায় কাজ করছেন বলে তারা জানান
আপনার মতামত লিখুন :