রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মোঃ দুলালের সমর্থকদের হুমকি প্রদানে সর্বত্র স্মারক লিপি প্রদান


Narayanganj Katha প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মোঃ দুলালের সমর্থকদের হুমকি প্রদানে সর্বত্র স্মারক লিপি প্রদান

রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মোঃ দুলালের সমর্থকদের হুমকি প্রদানে সর্বত্র স্মারক লিপি প্রদান

 

নিজস্ব সংবাদদাত : রুপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলালের সমর্থনকারীদের নানান ভাবে হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ ও রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তাতে তিনি উল্লেখ করেন,বিষয়: মনোনয়ন সংক্রান্ত ষড়যন্ত্রমূলক কার্যকলাপ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রার্থনা।

মোহাম্মদ দুলাল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর মনোনয়নপত্র জমা দিয়েছি। বিধি অনুযায়ী আমি এক শতাংশ ভোটারের সমর্থন সংবলিত তালিকা সৎ ও নিষ্ঠার সাথে সংগ্রহ করেছি।

তবে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, যাচাই-বাছাইয়ের জন্য প্রস্তুতকৃত দশজন ভোটারের তালিকা কীভাবে আমার প্রতিপক্ষের হাতে পৌঁছেছে, তা আমার জানা নেই।

এই তালিকা ফাঁস হওয়ায় প্রতিপক্ষের একটি লালিত বাহিনী উক্ত ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে বিভিন্ন প্রলোভন, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আমার পক্ষে সমর্থন প্রদান থেকে বিরত রাখার প্রচেষ্টা চালাচ্ছে, যাতে আমাকে মনোনয়ন অযোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে।

যাদেরকে যাচাই বাছাইয়ের দায়িত্ব দেয়া হয়েছে তারাও সমর্থনকারীদের স্বাক্ষর নেয়নি বলে আমরা জানতে পারি।

উল্লেখ্য, এই কার্যকলাপের প্রমাণসমূহ (ভিডিও/অডিও/রেকর্ডিং) আমার কাছে সংরক্ষিত আছে এবং আপনাদের সদয় অবগতির জন্য গুগল ড্রাইভের লিংক সংযুক্ত করা হয়েছে।

আমি নিষ্ঠার সাথে নির্বাচনী এলাকায় সমর্থন সংগ্রহের উদ্দেশ্যে ঘোষণা প্রদান করি এবং প্রায় ১০,০০০ (দশ হাজার) ভোটার আইডি কার্ড আমার কাছে জমা পড়ে। যেখানে বিধি অনুযায়ী ৪,০৮৮ জনের সমর্থন জমা দেওয়ার প্রয়োজন ছিল, সেখানে আমি ৪,৩৬৫টি সমর্থন তালিকা জমা দিয়েছি এবং বর্তমানে আমার কাছে অতিরিক্ত প্রায় ৫,০০০ ভোটার আইডি কার্ড সংরক্ষিত রয়েছে।

আমার কর্মী সমর্থক ও সমর্থনকারী ভোটারদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আমি অত্যন্ত অসহায় বোধ করছি।

উপরোক্ত ষড়যন্ত্রমূলক কার্যকলাপ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও আমার মনোনয়নকে স্বচ্ছ ও নিরাপদ রাখার নিমিত্তে আপনাদের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

বিষয়টি আমলে নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য  অনুরোধ করা হয়েছে ।

অনুলিপির কপি নিন্মলিখিত দপ্তরে প্রেরন করা হয়েছে, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সচিবালয়, ঢাকা, সিনিয়র সহকারী সচিব, নির্বাচন কমিশন,সচিবালয়, ঢাকা,পুলিশ সুপার, নারায়ণগঞ্জ, জেলা নির্বাচন অফিসার, নারায়ণগঞ্জ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, রূপগঞ্জ সভাপতি/সাধারণ সম্পাদক প্রেসক্লাব, রূপগঞ্জ।