জিসাস এর পরিকল্পিত নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করায় প্রীতিব মাহমুদ এর হুঁশিয়ারি 


Narayanganj Katha প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন / ১০০০
জিসাস এর পরিকল্পিত নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করায় প্রীতিব মাহমুদ এর হুঁশিয়ারি 

জিসাস এর পরিকল্পিত নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করায় প্রীতিব মাহমুদ এর হুঁশিয়ারি

নারায়ণগঞ্জ কথা ডট কম : জিসাস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর জিসাস সভাপতি মো: সোহেল মাহমুদ এর ছেলে প্রীতিব মাহমুদ সতর্ক করে বলেছেন গোগনগর ইউনিয়ন এর পরিকল্পিত জিসাস প্রার্থী কাওসার,সোহাদ,আরাফাত,রোহান সহ আরও অনেক কে কিছু আওয়ামী লীগের দোসরা সঙ্গবদ্ধ  ভাবে মিথ্যা মামলায় হয়রানি করছেন।

 তাদের এমন আওয়ামী ট্যাগ দিয়ে মামলা দেওয়া মোটেও কাম্য নয় । আমাদের জেলা জিসাস এর এবং বিএনপির কর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

এমনভাবেই অনেকেই  আওয়ামী লীগ ভেবেই নেতাকর্মীদের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এবং বিএনপির সমর্থক নেতা কর্মীদের আওয়ামী লীগের ট্যাগ দিয়ে বিভিন্নভাবে মামলা দিয়ে তাদেরকে ষড়যন্ত্র করার জন্য পায়তারা চলছে।

 এখনো এ সকল বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল প্রতিবাদ জানিয়েছে। আমাদের বাংলাদেশ জিসাস জেলা মহানগর সদর থানা এবং অঙ্গ সংগঠন সকলেই  প্রতিবাদ জানিয়ে প্রীতিব মাহামুদ তীব্র  হুশিয়ার জানান। অতি বিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে সকলকেই মুক্তি দিতে হবে।

প্রীতিব মাহমুদ আরো বলেন, আমরা সম্মান করি আইনের ঊর্ধ্বে কেউই নয় তিনি সাংবাদিকদের লক্ষ্য করে বলেন আপনারা যদি সঠিক নিউজ করেন এই নিউজের সত্যতা যাচাই য়ের অনেক মানুষ মুক্তি মিলবে কোন নিরপথ মানুষ অপরাধী হোক সেটা জিসাস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরোধী চায়না তাই আমরা সকলেই তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।