মোঃ রাজু খন্দকার : সাবেক জাতীয় ফুটবলার মরহুম আজমত উললাহ্ খন্দকারের স্বরণে মন্ডলপাড়া দাফন কমিটির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন আজমীর হোসেন খন্দকার আকবর।
বৃস্পতিবার (২০ নভেম্বর) বাদ জোহর মন্ডলপাড়া এলাকায় বঙ্গবীর সংসদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে কোরআন খতম দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সভাপতি কাইয়ুম খান,সহ সভাপতি মনু খান,শাহ আলম,সাধারণ সম্পাদক আজমীর হোসেন খন্দকার আকবর,লিটন খন্দকার,ই ,মেরাজ বাবু ,কোষাধ্যক্ষ হেদায়েত উল্লাহ খন্দকার, দপ্তর সম্পাদক আমানত উল্লাহ আরমান,প্রচার সম্পাদক সৈয়দ মোক্তার হোসেন ,সাংগঠনিক। সম্পাদক রাসেল খন্দকার সহ কমিটির সকল সদস্যবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য থাকে যে, তিনি মন্ডলপড়া দাফন কমিটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বতমান কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন।