নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ শহীদ নগর এলাকায় এক অসহায় গৃহবধূ সেলিনা কে যৌতুকের দাবীতে মারধোর করে তাড়িয়ে দিয়েছে রিহান,কবির,নাছিমা গং।
পুলিশ সুপারে অভিযোগ জানাযায়, নারায়ণগঞ্জ সদর থানাধীন আমলাপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের কন্যা সেলিনা আক্তার কে (৬) মাস পূর্বে বিবাহ করে সদর থানাধীন শহীদ নগর প্রথম গলি খালেক মিয়ার ভাড়াটিয়া,রিহান ওরফে শান্ত,পিতা কবির হোসেন,মাতা নাছিমা,বিয়ের পর থেকে কয়েক দফায় যৌতুক নিয়ে গত ২৪/১০/২০ইং তারিখে অসহায় গৃহবধূ সেলিনা আক্তার কে পুনরায় এক লক্ষ টাকা এনে দেওয়ার জন্য এলো পাথারী কিল,ঘুষি,লাথি মারে এবং সেলিনার হাতে সিগারেটের আগুন দিয়ে শরীরের ভিবিন্ন জায়গায় আগুনের ছ্যাকা দেয় ।
এক পর্যায়ে অসহায় গৃহবধূ সেলিনা কে গলায় ওরনা পেচিয়ে হত্যার চেস্টা করে বাড়ীর আশে পাশের লোক দেখে ফেলায় প্রাণে বাচে যায় সেলিনা পরে যৌতুক লোভী রিহান ওরফে শান্ত, তার পিতা কবির হোসেন,মাতা নাছিমা গৃহবধূ সেলিনা কে তার বাসা থেকে বের করে দেয়।অসহায় গৃহবধূ সেলিনা আহত অবস্থায় তার পিতার বাসায় চলে আশে,অভিযুক্ত রা মোবাইলে হুমকি দিয়ে বলে মামলা করলে প্রানে মেরে ফেলব এ গৃহবধূ সেলিনার পিতা মাতা সামান্য গার্মেন্টস শ্রমিক তাদের পক্ষে যৌতুকের টাকা দেওয়া সম্ভব ।
এ ব্যাপারে সেলিনা পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেন,এবং কোর্টে নারী নির্যাতন মামলা করার প্রস্তুতি চলছে জানায়,গৃহবধু সেলিনা।