ফতুল্লা প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ হতে নারায়নগন্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিশ্ফোরন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সাহায্যে র চেক বিতরন অনুষ্ঠিত।
রবিবারে (২৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় জেলা প্রশাসক এর সম্নেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসক মোঃ জসিমউদদীন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়নগন্জ -৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান, জেলা আওয়ামিলীগ এর সভাপতি মোঃ আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার উইনো নাহিদা বারিক,এ্যাড,ওশাজেদ আলী খোকন (পিপি), সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, সহ নিহত ও আহতদের পরিবারের সদস্যরা প্রমুখ।