
নারায়ণগঞ্জ কথা : ইসলামি যুব আন্দোলনের জেলা এর উদ্যোগে শাইখুল ইসলাম আল্লামা আহম্মদ শফী র,রুহের মাগফেরাত কামনা এবং সৈয়দ ফজলুল করীম পীর সাহেব চরমোনাইর এর জীবন কর্ম-শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামি যুব আন্দোলনের জেলার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম এর সভাপতিত্বে।
শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর ) বিকেল ৩টায় ফতুল্লা থানার সস্তাপুর এলাকায় ইসলামি যুব আন্দোলনের জেলা কার্য্যলয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুব কল্ল্যান কর্মসংস্হান সম্পাদক মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া কাসেমুল উলুম মাদ্রাসা র মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি আব্দুস সবুর।