স্টাফ রিপোর্টার ( আরিফ হোসেন ) : নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে আদর্শ নগর এলাকায় ইসলামী ব্যাংক এর ধনিয়া শাখার অধীনে এই এজেন্ট ব্যাংকিং আউটলেট শুভ উদ্বোধন করা হয়।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১ টায় এ এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড,মোঃ মাহবুব উল আলম, দনিয়া শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান, মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল খালেক মুন্সী, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি আশরাফুল ইসলাম জাকির, আহসান উদ্দিন সুপার মার্কেটের মালিক হাজী আহসান উদ্দিন, মুন্সীবাগ দারুল কারার ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রিন্সিপাল মোহাঃ জিয়াউর রহমান, ব্যারিস্টার শাহাদাত হোসেন, আওয়ামী যুবলীগ নেতা সিদ্দিক উল্লাহ নিশাত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুভেচ্ছান্তে ছিলেন অহিদুজ্জামান।