নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যেগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদর প্রতিষ্ঠাতা সভাপতি, সংখ্যালঘু , অধিকার আদায়ের অগ্রদুত ও মহান মুক্তিযুদ্ধের ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম এর বিদেহী আত্মার সদগতি কামনায় করে প্রার্থনা সভা অনুষ্ঠানের আয়োজন করেন। নারাণগঞ্জ জেলা পূজা উদজাপন পরিষদের সভাপতি দীপক সাহার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শিখন সরকার শিপন এর সার্বিক তত্বাবধায়নে।
শুক্রবার (২৮আগষ্ট) দুপুর ১টায় নারায়ণগঞ্জে শ্রী শ্রী রামসীতা জিউর বিগ্রহ মন্দিরে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রার্থনা সভায়, প্রয়াত সেক্টর কমান্ডার ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সি আর দত্তসহ করোনা ভাইরাসে নিহত সকলের আত্মার শান্তি কামনায় এবং অসুস্থ্য হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি কমান্ডার গোপীনাথ দাস ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপক কুমার সাহার সুস্থ্যতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
এ সময় নারায়ণগঞ্জ ৫ ও ৪ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ও শামীম ওসমানের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়। প্রার্থনা সভা পরিচালনা করেন জেলা পূজা পরিষদ নেতা নারায়ণ মাষ্টার।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাশ, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদ নেতা সাংবাদিক উত্তম সাহা, হিমাদ্রি সাহা হিমু, সুশীল দাস, নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস, সোনারগাঁও কমিটির সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক প্রদীপ ভৌমিক, সিদ্ধিরগঞ্জের সভাপতি শিশির ঘোষ অমর, বন্দরের সভাপতি শংকর দাশ, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, আড়াইহাজারের সভাপতি হারাধন দে, রূপগঞ্জের সভাপতি গণেশ পাল, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাউগী সুমন, সাধারণ সম্পাদক ভজন দাস, যুগ্ম আহ্বায়ক সঞ্জয় দাস, মহানগরের সভাপতি এড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সদর উপজেলার সভাপতি বিশ্বজিৎ মন্ডল শুভসহ নেতৃবৃন্দ।