স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ থানা জামপুর ইউনিয়নের কৃষক লীগের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা মৎস লীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন এর উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ থানা জামপুর ইউনিয়নের কৃষক লীগের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা মৎস লীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন।
শনিবার (১৫ আগস্ট) দুপর ২টায় সোনারগাঁ থানা জামপুর ইউনিয়নে এ আলোচনা সভা,মিলাদ, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য কাউসার হাসনাত।
মিলাদ ও দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সবার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁ থানা ছাত্রলীগের সভাপতি মোঃ কামাল হোসেন, রফিক, আবু বক্কর সিদ্দিক, কাইয়ুম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ গণ।