ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন এর চিতাশাল এলাকায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও তবারক বিতরণ আয়োজন করা হয়।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ২ টায় চিতাশাল এলাকায় এ দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়া মিলাদ মাহফিলে যুবলীগ নেতা সেলিম রেজা এবং কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু।
মিলাদওদোয়ামাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সবার দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান পুত্র অয়ন ওসমান অসুস্থ থাকায় তার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদার, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান হক, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাক্তার বি এম আনোয়ার হোসেন, যুবলীগ নেতা ইব্রাহিম, পূর্ব সাহেব মোল্লা আল আকসা জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী মোঃ ফজলুর রহমান মাদবর সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ।