Home আইন-আদালত শীতলক্ষ্যা নদীর সিএসডি ঘাটে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের ৭ মাসেও মিলেনি পরিচয়

শীতলক্ষ্যা নদীর সিএসডি ঘাটে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের ৭ মাসেও মিলেনি পরিচয়

শীতলক্ষ্যা নদীর সিএসডি ঘাটে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের ৭ মাসেও মিলেনি পরিচয়
শীতলক্ষ্যা নদীর সিএসডি ঘাটে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের ৭ মাসেও মিলেনি পরিচয়

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর সিএসডি ঘাটে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় ৭ মাসেও মিলেনি।

মঙ্গলবার (২৮ই জুলাই) দুপুরে সদর নৌ থানার কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা যায়।

মামলা সূত্রে জানাগেছে, ২০১৯ সালের ১৯ই ডিসেম্বর বিকেল সাড়ে ৩ টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন সিএসডি ঘাটে শীতলক্ষ্যা নদীর পানিতে ভাসমান অবস্থায় একটি অজ্ঞাতনামা পুরুষ (২৫) এর লাশ পাওয়া যায়। তার পরনে ধূসর রংয়ের টাউজার গায়ে সাদা ফুলহাতা শার্ট পরিহিত ছিল। অনুমান বয়স ২৫ বছর, অনুমান ৫ ফিট ৪ ইঞ্চি লম্বা। আপনার নিজ নিজ এলাকার উক্ত বর্ণনার পুরুষ লোক নিখোঁজ হলে নিম্নে বর্ণিত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

যোগাযোগঃ সদর নৌ থানার (এস আই) মো. আরোজ আলী। মোবাইল -০১৭১০৯৬৮০৬২, ০১৭৬৯৬৯০৭৭২।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Shares
error: Alert: Content is protected !!