স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে ১৬ তম ধাপে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণ করলেন করোনা জয়ী যোদ্ধা কুতুবপুর ৬ নং ওয়ার্ড মেম্বার হাজী রোকন উদ্দিন রোকন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১ টায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মেম্বার রোকন বলেন,দেশে মহামারী করোনা ভাইরাস আসার পর থেকে এদেশের বিপদগ্রস্ত মানুষের পাশে দারিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। অসহায় দারিদ্র্য মানুষের জন্য তার ভালোবাসার উপহার এটি। তিনি চেস্টা করেছেন যাতে করে কাউকে না খেয়ে থাকতে না হয়। প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রী অসহায় পরিবার গুলোর হাতে তুলে দিচ্ছি।নিজ অর্থায়নেও যতটুকু পেরেছি ওয়ার্ড বাসীর পাশে দারিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন থাকবে এ দেশ বাসীর না খেয়ে থাকতে হবেনা সকলে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখে।আমার ওয়ার্ড বাসীর প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। নিজে সচেতন থাকুন অন্যকে সচেতন রাখুন।