ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জ ফতুল্লার কাশীপুরে জিয়াউল হক শান্ত (৪৭) নামের এক ফটো সাংবাদিকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।জিয়াউল হক শান্ত বাংলাবাজার ফজল হকের পুত্র।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নারায়ণগঞ্জ ফতুল্লা কাশীপুর বাংলাবাজার এলাকায় নিজ বাড়িতে জিয়াউল হক শান্ত গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
তার মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুটি কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ঘটনা স্থলে আসা ফতুল্লা মডেল থানার এস আই মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।