স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন।সোমবার তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল “ক”) মেহেদী ইমরান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। এবং ওসি আসলাম হোসেন থানার মধ্যে নিজ কক্ষে আইসোলেশনে আছেন।
ওসি আসলাম হোসেন এর সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের তিন তিনবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু।
এ সময় চেয়ারম্যান সেন্টু বলেন, করোনা ভাইরাস আবির্ভাব হওয়ার শুরু থেকে তিনি কাজ করে যাচ্ছে একটা মুহূর্ত বসে থাকেনি কাজ করে গেছেন তার দায়িত্ব পালন করে গেছেন।দেখা গেছে বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দারিয়েছেন। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাচ্ছি যাতে করে অতি শিগ্রই সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারে।