স্টাফ রিপোর্টার : ফতুল্লা থানা আওয়ামীলীগের ত্যাগী নেতা ও শিল্পপতি আলহাজ্ব গিয়াস উদ্দীন করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টায় সাজেদা হাসপতালে তিনি ইন্তেকাল করে।
গিয়াসউদ্দিন ফতুল্লার কাঠেরপুল এলাকার বরাত ডাইং এবং মালিহা নিট ফ্যাশনের কর্নধার। তিনি কাঠেরপুল এলাকার মৃত কালু মিয়ার ছেলে ।
জানা যায়, তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে ভর্তি ছিলেন অবস্থা আশংকাজনক হলে বৃহস্পতিবার তাকে মুগদা হাসপতালে প্রেরণ করা হয়।পরে সেখানে আইসিইউ খালী না থাকায় তাকে পাঠিয়ে দেয়া হয় কাঁচপুর সাজেদা হাসপতালে। সাজেদা হাসপতালে নেয়া পর তার অবস্থা আরও আশংকাজন হয়ে পড়ে। এ সময় ডাক্তাররা আপ্রান চেষ্টা করেন। অবশেষে রাত ৯টায় আলহাজ্ব গিয়াসউদ্দিন সাজেদা হাসপতালে শেষ নিস্বাস ত্যাগ করেন।
রাতে তার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়েছে গিয়াস উদ্দিনের হার্ট অ্যাটাকও হয়েছিল। এছাড়া আগে থেকেই গিয়াস উদ্দিন শ্বাসকষ্টে ভুগছিলেন।এলাকাবাসী গিয়াস উদ্দিনের লাশদাফন করবে। হাসপাতাল থেকে তার পরিবারের লোকজন লাশ নিয়ে গেছেন।