
স্টাফ রিপোর্ট : নারায়ণগঞ্জে প্রয়াত জননেতা তসদ্দক হোসেন (টি.হোসেন) স্মৃতি সংসদের পক্ষ থেকে ভিপি জামির হোসেন রনি দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক! চাঁদ দেখার পরেই শুরু হয় প্রিয়জনদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়। রমজানের শেষে এই ঈদ আসে আনন্দের বার্তা নিয়ে, সারা বিশ্বের মুসলমানরা এটি খুশির উৎসব হিসেবে পালন করে থাকেন।
ভিপি জামির হোসেন রনি : শীতলক্ষ্যা’র প্রেমে উদ্বেলিত ও উদ্ভাসিত মন আমার, সূখ দূখের সখী তুমি স্বীয় জীবন যব রহন একাকীত্বতার।আনন্দ উদযাপনে তোমাতেই পাই দিবানিশি তব স্বপ্ন সম্ভার,বিষাদে যবে রহে জীবনাধার তুমিই সঙ্গী মোর বিষন্নতার।