স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ সদর বাবুরাইল এলাকায় ওয়ারেন্টের আসামী গ্রেফতার করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় সোর্স সহ দুই পুলিশ সদস্য আহত হওয়ার এ ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
শুক্রবার (১৫ মে) নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ গ্রেফতারকরেন, ১নং বাবুরাইল মোবারক শাহ রোড নিবাসী আব্দুল মান্নান(৩৮),মিন্টু(৩৫), রিফাত(৪০) এবং আজিজুল(৩৩)।এখনো পলাতক রয়েছেন ১০ জন।
এ ঘটনায় শুক্রবার (১৫ মে) গ্রেফতারকৃত ও পলাতক আসামী এবং অজ্ঞাত আরো ৪০/৫০ জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন সদর মডেল থানার এএসআই হাবিবুর রহমান।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার (১৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে দেলোয়ার হোসেন নামক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ধরতে ১নং বাবুরাইল সংগীয় ফোর্স নিয়ে গেলে ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্র মাদক ব্যবসায়ীদের একটি গ্রুপ তাদের উপর হামলা চালায়। এতে পুলিশের সোর্সসহ দুই পুলিশ সদস্য আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে।