স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু করণা যুদ্ধে জয়ী হয় আবারো মানব সেবার কাজে নেমেছেন।
২০ দিন যাবত তিনি তার নিজ বাড়িতেই চিকিৎসা নিয়েছেন গত ৮ মে ২য় বার করোনা টেস্টে নেগেটিভ আসে আর এখন তিনি পুরপুরই সুস্থ আছেন।
এরই মধ্যে কুতুবপুর বাসীর পাশে দাড়াতে আবারও তার মানবিক কার্যক্রম শুরু করেছে। উল্লেখ্য গত ১৮ এপ্রিল তার করোনা পজেটিভ আসে আর এর পর থেকেই তিনি তার বাসায় চিকিৎসা নেওয়ার পর এখন সে পুরোপুরই সুস্থ। এবিষয়ে চেয়ারম্যান সেন্টু বলেন, আজ এই কুতুবপুর বাসীর দোয়া ও ভালবাসার কারনে আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। তাই সকলে আমার জন্য দোয়া করবেন যেন সারাটা জীবন কুতুবপুর বাসীর সুখে দুখে বিপদে আপদে পাশে থাকতে পারি।