ফতুল্লা প্রতিনিধি : মুক্ত গার্মেন্টসে শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও কাশীপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধানের বাবা মৃত মোঃ নুরুল ইসলাম প্রধান (৭২) তার ২৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এলাকায় রিস্কাওয়ালা,দোকান দার ও দরিদ্র মানুষের মাঝে রোজাদারদের জন্য ইফতারি বিতরন, সহ মিলাদ ও দোয়া মাহফিল সরকারের বিধি অনুযায়ী তিন ফুট দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানের আয়োজন করা হয়।মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ তুহিন ।

শনিবার (৯ মে) বাদ মাগরিব নারায়নগঞ্জ ফতুল্লা কাশীপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড এলাকায় জুয়েল প্রধানের নিজ বাড়ীতে রোজাদারের জন্য ইফতারি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এবং তিনি বাদ আসরে এলাকায় রিস্কাওয়ালা,দোকান দার ও দরিদ্র মানুষের মাঝে রোজাদারদের জন্য ইফতারি বিতরন করেন।

মিলাদ ও দোয়া শেষে জুয়েল প্রধান সাংবাদিকদের বলেন, আমার বাবা একজন সৎ লোক ছিলেন ।তিনি সর্ব সময় মানুষের উপকারের কাজে এগিয়ে যেতেন ।সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন ।

তিনি আরো বলেন, শুক্রবার (৮ মে) সকাল ৬ টার দিকে বন্দরের উইলসন রোডের দীঘিরপাড় মোল্লাবাড়িতে নারায়ণগঞ্জের বন্দরে বহুতল ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই শিশু ও অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত আল্লাহ তাদের জান্নাত নসিব দান করুন অন্তঃসত্ত্বা সে নারী লাবনী আক্তার ৭ নং ওয়ার্ড এলাকায় মোঃ মোতালেব এর মেয়ে আমি ও আমার টিম মিলে তার লাশ দাফন কাফন করি পরে তার বাসায় যাই অন্তঃসত্ত্বা সে নারীর লাবনী আক্তার এর মেয়ে নাবিলাকে দেখে আসি আর বলে আসি যে নাবিলার যে কোনো বিষয় আমাকে জানাতে আমি এই পরিবারের পাসে আছি আমি চাই সবাই যেনো অসহায় মানুষের পাসে দারায় আমি জানি যে ব্যাক্তি অসহায় মানুষের পাসে দাড়ায় তার্ পাসে আল্লাহ দাড়ান

উল্লেখিত যে, মোঃ নুরুল ইসলাম প্রধান ১৯৯৫ সালের ২২ য়ে ফেব্রুয়ারী নারায়নগঞ্জ ফতুল্লা কাশীপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড এলাকায় তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি মৃত্যুর সময় স্ত্রী, তিন ছেলে ও পাঁচ কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, জুয়েল প্রধানে বড় ভাই মোঃ শফি প্রধান ,নারায়ণগঞ্জ জেলা যুব শ্রমিক লিগ সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ লিটন, দাফন কমিটির মালেক, শাওন, অভি, নিরব, সুজন, আনোয়ার, সজল, মোসারফ, টুটুল ও রনি সাহ প্রমুখ।