স্টাফ রিপোর্টার : মহামারী করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময় রামারবাগ যুব সমাজের নিজ অর্থায়নে অসহায় হতদরিদ্র গরীব মানুষের মাঝে এক বেলা রাতের খাবার বিতরন করেন ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) রাত ১০টায় রামারবাগ এলাকায় অসহায় হতদরিদ্র গরিব মানুষের মাঝে এক বেলা রাতের খাবার বিতরন করেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন,মোঃ হৃদয়, মোঃ রাজু ও মোঃ অনিক।
সমাজ সেবক মোঃ আব্দুল রাজ্জাক বলেন,দেশের এই মহামারী করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময় আমরা অমাদের যার যার এলাকার অসহায় হতদরিদ্র গরিব মানুষকে এক বেলা খাবার দিতে পারি,যাতে কেউ নাখেয়ে থাকে সেদিকে খেয়াল রাখি সবাই এক বেলা খাবার দিলে অনেক খাবার হবে কেউ নাখেয়ে থাকবেনা তাই আমি সকলকে আহব্বান জানাই আর করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে সরকারের নিয়ম মেনে সবাইকে ঘরে থাকতে হবে।