Home ধর্ম খাজা মাঈনুদ্দীন চিশতি স্বরণে ৭২নং এসডি রোড কমুদিনী বাগানে ফাতেহা ও নেওয়াজ বিতরন

খাজা মাঈনুদ্দীন চিশতি স্বরণে ৭২নং এসডি রোড কমুদিনী বাগানে ফাতেহা ও নেওয়াজ বিতরন

খাজা মাঈনুদ্দীন চিশতি স্বরণে ৭২নং এসডি রোড কমুদিনী বাগানে ফাতেহা ও নেওয়াজ বিতরন

নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের ন্যায় ৭২নং এসডি রোড কমুদিনী বাগানের সন্তুষ ও জামাল তালুকদার নেতৃত্বে, এলাকাবাসীর সহযোগিতায় খাজা মাইনুদ্দীন চিশতির স্বরনে ফাতেহার পাঠ করা হয়।

মঙ্গলবার ২এপ্রিল নারায়ণগঞ্জ ৭২নং এসডি রোড কমুদিনী বাগানে ফাতেহা দোয়া মাহফিলের ও তাবারক বিতরনের আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ৭২নং এসডি রোড কমুদিনী বাগানের মাদক আন্দোলনের নেতা সহযোদ্ধা ও দৈনিক অগ্রবানী প্রতিদিন ও নারায়ণগঞ্জ ডট নিউজ এর চীফ ফটো জার্নালিস্ট জনাব জামাল তালুকদার,

মাদক আন্দোলনের নেতা আলী হোসেন, সহযোদ্ধা মিলন, সন্তুষ, শাহেদ নবী, মোঃ শাহজাদা, মোঃ ফারুক,হোসেন মোঃ সনী, রনী, ফারুক, বাদশা,পিচ্চি সেলিম, মোঃ জাহিদ হোসেন, সুশিল, রাহুল বাবু প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ছায়ানুর তালুকদার, নারায়ণগঞ্জ কথা অনলাইন নিউজ পোর্টাল এর সম্পাদক  বদি উজ্জামান, ফটো সাংবাদিক রিপন ,নারায়ণগঞ্জ কথা অনলাইন নিউজ পোর্টাল এর সিনিয়র ফটো সাংবাদিক রাজু খন্দকার, ফটো সাংবাদিক সোনালী, সাংবাদিক সিয়াম তালুকদার প্রমুখ।

Shares
error: Alert: Content is protected !!