রাজনীতি লিড সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটহচ্ছে – এমপি খোকা Jaman Khan - April 1, 2019 0 নারায়ণগঞ্জ কথা : সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনেভোট দিয়েছেন নারায়ণগঞ্জ –৩ ( সোনারগাঁও ) আসনের সংসদসদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকতহোসেন খোকা ( ভোটার নং ০৯৫১ ) । রবিবার (৩১ মার্চ) বিকেল পৌনে চারটায় সোনারগাঁওউপজেলাধীন জামপুর ইউনিয়নের মহজমপুর উচ্চ বিদ্যালয়েরভোটকেন্দ্রে ভোট দেন এমপি লিয়াকত হোসেন খোকা । ভোট শেষে এমপি খোকা সাংবাদিকদের বলেন, সোনারগাঁয়েঅবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ।সকাল থেকে এ পযন্ত কোন জায়গায় অনিয়মের অভিযোগপাওয়া যায়নাই। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণসঠিক যথাযথ দায়িত্ব পালন করেছেন ।