রাজনীতি লিড জনগণের স্বতস্ফূর্ত ভোটে নৌকাবিজয়ী হবে – ডা.আবু জাফরচৌধুরী বিরু Jaman Khan - এপ্রিল ১, ২০১৯ ০ নারায়ণগঞ্জ কথা : জাতীয় সংসদ নির্বাচনের পরএবার উপজেলা নির্বাচনে ভোট স্বাভাবিকভাবেইনিরপেক্ষ হচ্ছে। সাধারণ মানুষরা ভোট দিতেপারতেছে। জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নকরেছে আমার মনে হয় জনগণের স্বতস্ফূর্তভোটে নৌকা বিজয়ী হবে। রবিবার(৩১মার্চ) পঞ্চম স্থানীয় উপজেলা নির্বাচনেসাদিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালেনারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণত সম্পাদক ডা.আবু জাফর চৌধুরী বিরুএকথা বলেন। আর যে অভিযোগ করেছে বিদ্রোহী প্রার্থীসেইরকম কোনো কার্যকলাপ আমরা করিনি।আমাদের দল ক্ষমতায় থাকা সত্ত্বেও আমরাকোনো রকমের প্রভাব বিস্তার করার চেষ্টাওকরিনি। আপনারাই দেখলেন যে প্রশাসনের লোকআমাদের লোকদেরও ছার দেয়নি। এতেই বুঝাযায় নির্বাচন কতোটা সুষ্ঠু। হচ্ছে। এইসময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ–৩আসনের সাবেক এমপি কায়সার হাসনাত,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতিএড. সামসুল ইসলাম ভূইয়া প্রমুখ।