স্টাফ রিপোর্টার : দেশের এই মহামারী করোনা ভাইরাসের দুর্যোগকালীন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন এর নিজ উদ্যোগে গরীব ও দুঃখী মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (১ এপ্রিল) সকালে ভুইঘর এলাকার নাজিম উদ্দিন এর উদ্যোগে গরীব ও দুঃখী মানুষদের মাঝে ৭০০ পরিবারের জন্য চাল,ডাল,তৈল,পেঁয়াজ, ও লবন সামগ্রী বিতরণ করেন।
এ সময় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন অনুরোধ করে বলেন, করোনা সংক্রমন রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। ৭০০ গরীব পরিবারের মাধ্যে খাদ্য সামগ্রী দিয়েছি। কর্মসূচী অব্যাহত থাকবে। সবাই যেনো যার যার বাড়িতে অবস্থান সহ পরিস্কার পরিচ্ছন্নতা ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার এবং অযথা বাহিরে ঘুরাঘুরি না করার জন্য সবাইকে অনুরোধ রইলো।
এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।