
নারায়ণগঞ্জ কথা : আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবু নাইম ইকবাল তালামার্কা স্ব কেন্দ্রে এসে ভোট প্রদান করেন।
রোববার (৩১ মার্চ) সকাল ৯টায় ওই কেন্দ্রে ভোট দেন তিনি৷ভোট প্রদান শেষে সাংবাদিকদের দেয়া এক বক্তব্যে তিনিবলেন, আমি আশা পোষণ করছি ইনশাআল্লাহ আমি বিজয়ীঅর্জন করবো ।
তিনি বলেন, নির্বাচনে জয় পরাজয় আছে, সুষ্ঠু নির্বাচনহলে অবশ্যই জয় লাভ করবো।