স্টাফ রিপোর্টার : দেশের এই মহামারী করোনা ভাইরাসের দুর্যোগকালী নাসিক প্যানেল মেয়র-১ বিভা হাসান এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ড এলাকার গরীব ও দুঃখী মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (৩০ মার্চ) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ড এলাকায় গরীব ও দুঃখী মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় বিভা হাসান বলেন, দেশের এই মহামারী করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে সকলকে সচেতন হওয়া প্রয়োজন এবং বিত্তবানদের গরীব ও দুঃখী মানুষদের পাশে দারানো দরকার আমার পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ, আপনেরাও পদক্ষেপ নিন যাতে কোন গরীব ও দুঃখী মানুষ না খেয়ে মারা না যায় । এ লড়াইয়ে সবাইকে এক হতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।