নারায়ণগঞ্জ কথা : নারায়নগন্জ জালকুরি বৃষ্টিধারা এলাকায় ভোর ৬টায় ৭টি জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বুধবার (২৫ই মার্চ) ভোরে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনা স্হলে এসে আগুন নিভাতে কার্যক্রম শুরু করে। প্রত্যক্ষদর্শিরা জানায় ভোর ৬টার দিকে বিকট শব্দ শুনে ঘটনাস্হলে এসে দেখি ১টি গোডাউনে আগুন জ্বলছে, পরে অন্য আরও ৬টি গোডাউনে আগুন ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিসের কর্মীরা ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয়। আগুনে পুড়ে যাওয়া গোডাউনের মালিকরা জানায় কনো হতা হতের ঘটনা ঘটেনি,তবে প্রায় কোটি টাকার মালামাল পুরেগেছে।