নারায়ণগঞ্জ কথা : বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জাহাঙ্গীর আলম এর উদ্যোগে করুণা ভাইরাসে দেশের সার্বিক পরিস্থিতিতে গরীব ও দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী, চাউল দুই কেজি, আলু এক কেজি, ডাল আধা কেজি, একটি সাবান, ও মুখের মাক্স বিতরণ ও দোয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ।

বুধবার (২৫ মার্চ) বিকাল ৪টায় দক্ষিণ মাসদাইর ঘোষেরবাগ ফতুল্লা নারায়ণগঞ্জ এলাকায় এ গরীব ও দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয় ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার আলহাজ্ব মীর জাকারিয়া জাকির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ড মেম্বার আতাউর রহমান প্রধান, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার রোজিনা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, আলেক চাঁন ভূঁইয়া, নান্নু সরদার, মোঃ রমজান, মোঃ জয়নাল মো করিম, শহীদ শেখ, সাব্বির, মাসদাইর যুব কল্যাণ সংঘের সভাপতি মোঃ রবিউল ইসলাম রানা সহ এলাকাবাসী গন্যমান্য ব্যক্তিবর্গ।