নারায়ণগঞ্জ কথা : নারায়নগঞ্জ জাগ্রত সংসদের পক্ষ থেকে সংসদ কার্যালয়ের ও জনসাধারনের জন্য ডিজিটাল বিশুদ্ধ পানির বুথ উদ্বোধন করেন নারায়নগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি রাগীব হাসান ভুইয়া । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাগর সাহা ।
(হেডলাইন)

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ ২১/১ আর.কে মিত্র রোড,সিটি ভবনে নিমতলা লেক সংলগ্ন এ ডিজিটাল মেশিন উদ্বোধন অনুষ্ঠিত হয়। ।
এই মেশিনের মাধ্যমে ২ টাকা ১ লিটার পানি জনগণ পান করতে পারবে।এবং এই পানি ব্যাবহার এর জন্য কার্ড ক্রয় করতে হবে।এবং কার্ড পাঞ্চ করে পানি ব্যাবহার করা যাবে।পরিমান মত।
এ সময় উপস্থিত ছিলেন, সংসদের সহ সভাপতি সাগর সাহা ও মাসুক হাসান সজিব, সাধারণ সম্পাদক শাহরিয়ার সাঈদ অন্তর, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিভোর ক্রিড়া সম্পাদক সুদিপ্ত চক্রবর্তী, অর্থ সম্পাদক মিশুক সাহা প্রমুখ ।