স্টাফ রিপোর্টার :নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন এ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরুর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ ) সন্ধ্যা ৬ টায় রসুলপুর ভাঙ্গার পুল মসজিদে এ মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সাধারন সম্পাদক আব্দুল খালেক মুন্সি।
এ সময় প্রধান অতিথি আব্দুল খালেক মুন্সির বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা পেতাম না স্বাধীনতা। যে মানুষটা শুধু এদেশের মানুষের জন্য চিন্তা করেছেন এদেশের মানুষকে ভালোবেসেছেন তার মতন এটা হয়তো হাজার বছরেও জন্ম নেবে না তাই সবাই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করুন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোজাফফর সিং, জামাল উদ্দিন বাচ্চু, ইব্রাহিম মোল্লা সহ ছাত্রলীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী, এলাকার মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।