স্টাফ রিপোর্ট : নারায়ণগঞ্জ পাইকপাড়া এলাকায় প্রতি বছরের মতো এবারও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু নিজ অর্থায়নে এলাকার দুটি পুকুরে মাছের পোনা ছাড়েন।
বৃহস্পতিবার (১২ মার্চ)সকালে পাইকপাড়া এলাকার দুটি পুকুরে মাছের পোনা ছাড়েন
এ সময় আব্দুল করিম বাবু বলেন, আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে সুস্থ রাখবে আমি ততদিন ১৭ নং ওয়ার্ড এলাকা বাসীর জন্য যতটুক সম্ভব জনসেবার কাজ করবো, গরিব দুঃখীর পাশে সর্ব সময় সুখে দুঃখে থাকব এলাকার প্রতি ঘরে ঘরে মাছ বিতরণ করার লক্ষ্যে, আজ সিলভার কাপ গ্রাস কাপ রুই-কাতলা নলা আরো নানা পদের মাছের পোনা ছাড়ি।
তিনি আরো বলেন, কিছু লোক আছে যারা সমাজের লোকেদের ভালো চায়না তারা এর আগে পুকুরের মাছের পানিতে বিষ দিয়েছিল, অলিতে গলিতে যেখানে যেখানে লাইট লাগিয়ে ছিলাম কিন্তু তারা লাইট গুলো ভেঙে ফেলে, এমনকি আমার দেয়া পানির টাংকি গুলো ভেঙ্গে ফেলে তাদের কাছে অনুরোধ করছি মানুষকে কষ্ট না, দিয়ে বরণ মানুষের উপকার করেন তাহলে মনে শান্তি ফিরে পাবেন আর যদি কোনো কিছু বলার থাকে তবে আমাকে বলেন কিন্তু সমাজের লোকেদের কষ্ট দিয়েন না।
এ সময় আরো উপস্থিত ছিলেন,এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গরা ।