
স্টাফ রিপোর্ট : নারায়ণগঞ্জ ১৭ নং ওয়ার্ড পাইকপাড়া যুব সমাজের উদ্যোগে সমস্ত কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১ম বার্ষিকী ঈসালে সাওয়াব ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।হযরত মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ খান নুরি পাইকপাড়া জামে মসজিদের ইমাম ও খতিবের সভাপতিত্বে
মঙ্গলবার (১০মার্চ) বাদ মাগরিব আলাউদ্দিন খান ষ্টেডিয়াম জিমখানা মাঠে এ অনুষ্ঠিত হয় ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু

তিনি বলেন, আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি দোস্ত মানুষের মাথার উপর হাত রাখে আমি আল্লাহ তার মাথার উপর হাত রাখি ।যে ব্যক্তি গরীব অনাহার কে খাবার দেয় আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকেন ।মানুষ মানুষের জন্য ।
তিনি আরো বলেন, ১৭ নং ওয়ার্ড বাসি তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে কাউন্সিলর নির্বাচন করায় আমি তাদের প্রতি চির জীবন ঋণী ।আমি কোনো মোল্লা না, আমি কোন বক্তা না, আমি কোন হাফেজ না, আমি কোরআনের কথা গুলোই বলেছি যা আমি পড়ি আর জানি ।আপনারা অনেক জায়গায় বক্তব্য দেন ওয়াজ করেন ওয়াজে রাজনীতি কোন আলাপ ও সমালোচনা দয়া করে করবেন না।
প্রধান বক্তা – মুফতি ড. সইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ্ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী দরবার শরীফ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি ইকরাম হোসাইন খতিব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মাসদাইৱ কবরস্থান,
প্রধান আকর্ষণ ও পবিত্র কোরআন তেলাওয়াত করেন-মাওলানা মুহাম্মদ ওবায়দুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীরজাদা জৌনপুরী দরবার শরীফ
মাহফিল পরিচালনায়-আব্দুল করিম দিদার পাইকপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন
আয়োজনে -আরমান,তুষার,নাঈম,হিমেল,বিকি,রাফি,আকাশ,মিহাদ,রাকিব সহ এলাকাবাসি
এ সময় আরো উপস্থিত ছিলেন,এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গরা