নারায়ণগঞ্জ কথা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু এর উদ্দেগে গরিব দুঃখী মানুষ এর জন্য বিনামূল্যে চক্ষু সেবা, রক্তের গ্রুপ নির্নয় ও ওষুধ বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়
শনিবার (৭ ই মার্চ ) ৯ টায় সকালে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর নিজ কার্যালয়ে এ উদ্দেগে গরিব দুঃখী মানুষ এর জন্য বিনামূল্যে চক্ষু সেবা, রক্তের গ্রুপ নির্নয় ও ওষুধ বিতরন অনুষ্ঠিত হয় ।

এ সময় আব্দুল করিম বাবু বলেন, আমার১৭নং ওয়ার্ডেঅনেকগরিব দুঃখী মানুষ আছেযারা টাকার জন্য চোখের চিকিৎসা, রক্তের গ্রুপ নির্নয় করতে ও ওষুধ কিনতে পারেনা। তাদের জন্য আমার এই ক্ষুদ্র চেষ্টা । আমি চাই সুদু আমার ওয়ার্ড না সারা বাংলাদেশের সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমি ইতিমধ্যেই লায়ন্স ক্লাবের সঙ্গে কথা বলেছি । কিছুদিনের মধ্যেই রোগীদের জন্য ফ্রি অপারেশনের ব্যবস্থা করবো ।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আমি বিনামূল্যে চক্ষু সেবা, রক্তের গ্রুপ নির্নয় ও ওষুধ বিতরন করি আর রাজনীতি মানেই মানুষের সেবা যা আমি সারা জীবন করবো ।
নারায়ণগঞ্জ চক্ষুহাসপাতাল ও আনসার বিডিভির যৌথ আয়োজনে বিনামূল্যে চক্ষু সেবা রক্তের গ্রুপ নির্নয় ও ওষুধ বিতরন করা হয়।
এ সময় চক্ষু ও রক্তের গ্রুপ নির্নয় করেন অপ্রোমেটিক্স ডা. গোলাম আজম, মার্কেটিং অফিসার মামুন, জাফর ও এলাকাবাসি প্রমুখ।