স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ ফতুল্লায় পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্য পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান এর নেতৃত্বে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি ডিংগি নৌকা থেকে ৪৫০ কেজি জাটকা ইলিশ সহ ৪জনকে আটক করা হয়।
রবিবার (১ মার্চ) ভোর ৬টা ১৬ মিনিটে পাগলা নৌ পুলিশ এ অভিযানটি চালানো হয়। এসময় এ জাটকা ইলিশ ধরার অপরাধে অভিযুক্ত ৪ জনকে ২০০০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার, সিনিয়র মৎস কর্মকর্তা মোসাম্মৎ শাহরিয়া সালমা।
অভিযান শেষে আটককৃত ৪৫০ কেজি জাটকা বিভিন্ন মাদ্রাসা, এতিম খানা ও গরীব দুঃখী মানুষের মাঝে বিতরন করা হয়।