ফতুল্লা প্রতিনিধি : রঙধনু বনাম বন্ধুসজন স্পোটিং ক্লাব ফতুল্লা উকিল বাড়ী মাঠে “ডে নাইট” টুর্নামেন্ট ফুটবল “মাতৃছায়া” ২০১৯ অনুর্ধ্ব কাপ ফুটবল আসরে ২য় রাউন্ডে বন্ধু বন্ধুসজন ৩ গোলে এগিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হন ।
মঙ্গলবার ২৬ মার্চ সন্ধ্যা ৮টায় ফতুল্লা উকিল বাড়ী মাঠে স্বাধীনতা ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ খেলায় আয়োজন করা হয়।
বন্ধুসজন টিমের অধিনায়ক মো: নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার অভ্যুদ্বয়ে বাঙালি জাতিকে মুক্তির মহামন্ত্রে উজ্জীবিত করে ধাপে ধাপে এগিয়ে নিয়ে গেছেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের লক্ষে। তাই মহান স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শহীদ পরিবারের কৃতি সম্মানে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন।
তিনি আরো বলেন , আমরা আশাবাদী আমার টিম ভালো খেলবে এবং সেমিফাইনাল খেলায় আমরা বিজয়ী হয়ে ফাইনাল খেলায় ট্রাফিক অর্জন করার লক্ষেই আমাদের স্বপ্ন। বন্ধুসজন টিমের সদস্য সাইদুল (গোল রক্ষক) ,মাহবুব , সাগর, পিয়াস, তানবীর, কামাল এবং জাকির খেলায় অংশ নেন এবং অতিরিক্ত হিসেবে আরো ৩জন খেলোয়াড় অংশ গ্রহণ করেন।