
নারায়ণগঞ্জ কথা : দক্ষিণ মাসদাইর ঘোষের ভাগ পঞ্চায়েত কিমিটির উদ্যোগে জিপিএ ৫ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয় । দক্ষিণ মাসদাইর ঘোষের ভাগ পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব আফজাল সাহেবের সভাপতিত্বে ।
শুক্রবার( (১৭ জানুয়ারি সকালে ১০টায় : দক্ষিণ মাসদাইর ঘোষের ভাগ পঞ্চায়েত কিমিটির নিজ কার্যালয়ে দক্ষিণ মাসদাইর ঘোষের ভাগ পঞ্চায়েত কিমিটির উদ্যোগে জিপিএ ৫ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরন অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার আলহাজ্ব মীর জাকারিয়া জাকির ।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার রোজিনা আক্তার, ভাসানী প্রধান, সারোয়ার হোসেন টিটু, মিঠু,সাদেক, গেসুউদ্দিন,কাউসার ও প্রমুখ।