ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লা থানার পূর্ব ইসদাইর এলাকার শায়েদ আলী আহাম্মদের বাড়িতে নেশাক্ত মুনসুর আলী (২৫) নেশার জন্য প্রোয় সময় মা’কে মারধর করতো এ নিয়ে নেশাক্ত মুনসুর আলীর মা ফতুল্লা থানায় অভিযোগ করেন অভিযোগে ভিতিতে ফতুল্লা থানার পুলিশ নেশাক্ত মুনসুর আলীকে আদালতে প্রেরন করেন
বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে নারায়নগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে আসামীর উপস্থিতিতে নেশাক্ত মুনসুর আলীকে ৭ মাসের সশ্রম কারাদন্ড,১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ডে দন্ডিত করে রায় দিয়েছেন আদালত।