নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ নগরে অবৈধ ব্যাটারিচালিত রিকশা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ । অবৈধ ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশনা পেয়েই নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশ। জেলা পুলিশের কঠোর নির্দেশনা পেয়ে সাঁড়াশি অভিযানে ব্যাটারিচালিত প্রায় ২০ টি অটোরিকশা জব্দ করেছে ট্রাফিক পুলিশ ।
সোমবার ( ৯ ডিসেম্বর ) সকালে থেকে নগরে গুরুত্বপূর্ণ স্থান গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে
ব্যাটারিচালিত রিকশা বিরোধী অভিযান শুরু করেছে জেলা ট্রাফিক বিভাগ ।
জানা যায়, নগরীতে সাধারণ বৈধ রিকশার চথেকেও ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা সংখ্যা বেশি। শুধু তাই নয়, হাইকোর্টের নির্দেশ অমান্যের পাশাপাশি অবৈধভাবে বিদ্যুৎ খরচ করে চলেছে ব্যাটারিচালিত এ সব রিকশা। গত কয়েক বছর ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে চলছে অবৈধ অটোরিকশা একটা সংখ্যা ।
এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) তসলিম মোল্যা বলেন, নগরীকে যানজট মুক্ত রাখতে গুরুত্বপূর্ণ স্থান গুলোতে মোড়ে মোড়ে ১০ জন ও ৫ জন করে মোট ৫০ জন পুলিশ ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ।
যানজটমুক্ত রাখতে জেলা পুলিশ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তার প্রেক্ষিতে আমরা অভিযান চালিয়ে (দুপুর ১টা) ২০ টি অবৈধ অটোরিকশার জব্দ করেছি, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।