ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লা ভোলাইল গেদ্দার বাজার এলাকায় বায়তুল নূর জামে মসজিদের জুমা নামাযের জামাতের পর মিলাদ ও দোয়া আয়োজন করা হয়।মসজিদের মোতাওয়াল্লী সেলিম হোসাইন এর সভাপতিত্বে ।
শুক্রবার (২২ নভেম্বর) ১টায় ফতুল্লা ভোলাইল গেদ্দার বাজার এলাকায় নতুন বায়তুল নূর জামে মসজিদের জুম্মার নামাযের আগে নগরের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও সমাজসেবক আব্দুল করিম বাবু বক্তব্যে মুসুল্লি ভাইদের উদ্দেশ্য করে বলেন,আমার মায়ের একটি স্বপ্ন ছিল আল্লাহর ঘর মসজিদ যা আজ পূরণ করেছি আজ মাগরিব নামাযের পর ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহ বাদল ভাই এই মসজিদের কমিটি গোসনা করবেন আপনাদের কোন কথা থাকলে আমার বড় ভাই মোঃ সেলিম হোসাইন এই মসজিদের মোতালেব তার কাছে যে কোন কথা থাকলে জানাবেন,মসজিদের সারা জীবন আমার বংসের কেউ মোতালেব থাকবে,কামিটির গোসনার পর আমার পক্ষ থেকে মসজিদ নির্মানের জন্য পাঁচ লাখ টাকা আমি মসজিদ কামিটিকে বুজিয়ে দেব
তিনি আর বলেন, মসজিদ আল্লাহর ঘর কমিটির পদ না পেলে কেও মন খারাপ করবেন না মসজিদ নির্মানের সাথে এলাকাবাসীকে নির্মাণ সামগ্রী দিয়ে সার্বিক সহযোগিতা করার আহবান জানাই। কথায় আছে কেউ জদি কিছু দান করলে ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে,তাই অপনেরা সবাই আল্লাহর ঘর মসজিদে দান করুন কিন্তু কেউ নগত টাকা দিবেন না মসজিদের কিছু লাগলে কিনে দিবেন এটা আমার অনুরোদ রইল
এ সময় উপস্থিত ছিলেন,মোঃ সেলিম হোসাইন,মোঃ মাসুদ সরদার, মোঃ শেখ সাইদুল ইসলাম,মোঃ আইয়ুব আলী,মোঃ মামুন সরদার, জনাব মোঃ হোসেন, মোঃ শফিউদ্দিন বাচ্চু,মোঃমনসুর আলী ,হাজী মোঃ শহীদুল্লাহ্,মোঃ সুলতান কন্ট্রাক্টর,মোঃ শহীদুল ইসলাম সরদার,মোঃ আলাউদ্দিন ফকির,মোঃ ওমর ফারুক প্লট মালিক,মোঃ ডাক্তার আল আমিন, মোঃ সুফিয়ান,মোঃ ইউনুস আলী প্লট মালিক,মোঃ সুজন মোঃ মোহাম্মদ আলী ও এলাকাবাসি ।