
ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে যুবলীগের সভাপতি পদপ্রার্থী ও মালেক সংসদের প্রতিষ্ঠাতা আব্দুল মালেক মুন্সির উদ্যেগে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকিতে কেক কেটে উদযাপন করেন।
১১ নভেম্বর সোমবার সন্ধ্যায় মুন্সিবাগ আব্দুল মালেক মুন্সির নিজ কার্যালয়ে এ আয়োজন করা হয়।
আব্দুল মালেক মুন্সি বলেন, জাতির জনকের কন্যা দেশনেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখতে হলে যুবলীগকে সৎ আদর্শ ভাবে কাজ করতে হবে এবং আমাদের নারায়ণগঞ্জ ৪ আসনের মাননীয় সাংসদ জননেতা এ কে এম শামীম ওসমানের হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মালেক সাংসদের সকল সদস্য বন্ধু মহল সহ ছাত্রলীগ, যুবলীগ নেতা কর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।