Home জীবন কথা আজমেরী ওসমান ফাউন্ডেশন ক্লাবের অর্থায়নে কুলসুমের বিবাহ সম্পূর্ণ

আজমেরী ওসমান ফাউন্ডেশন ক্লাবের অর্থায়নে কুলসুমের বিবাহ সম্পূর্ণ

আজমেরী ওসমান ফাউন্ডেশন ক্লাবের অর্থায়নে কুলসুমের বিবাহ সম্পূর্ণ
আজমেরী ওসমান ফাউন্ডেশন ক্লাবের অর্থায়নে কুলসুমের বিবাহ সম্পূর্ণ

ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লা থানা যুবলীগ কর্মী মোঃ শাহীন আহম্মেদ বলেন , দাম্পত্য জীবন মানবজীবনের অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এর সূচনাপর্ব হলো বিবাহ।


রবিবার ( ৩ নভেম্বর  )‍ বেলা ৩ ঘটিকায় ফতুল্লা দাপা ইদ্রাকপুর রেলস্টেশন মেরিনা গার্মেন্টস সংলগ্ন  আজমেরী ওসমান ফাউন্ডেশন ক্লাবে বিবাহ লগ্নে তিনি এসব বলেন।

শাহীন বলেন,   বিবাহ হলো ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ইবাদত। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন: ‘তোমরা বিবাহযোগ্যদের বিবাহ সম্পন্ন করো, তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছলতা দান করবেন; আল্লাহ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞানী।’ (সুরা: ২৪ নুর, আয়াত: ৩২)। রাসুলুল্লাহ (সা.) বলেছেন : নিশ্চয় সে বিয়ে বেশি বরকতপূর্ণ হয়, যে বিয়েতে খরচ কম হয়।

তিনি আরো বলেন, আজমেরী ওসমান ফাউন্ডেশন ক্লাবের পক্ষ থেকে নিজ অর্থায়নে ও সহযোগিতায়  অসহায়  কুলসুম কে ৩ লাখ টাকা দেনমোহর  ১ লাখ টাকা ওয়াশিলের মধ্যে দিয়ে  এলাকাবাসী উপস্থিতিতে কুলসুমের  বিবাহ বন্ধনে ‌সম্পূর্ণ করা হয়। 

Shares
error: Alert: Content is protected !!