Home ঢাকা নারায়ণগঞ্জ নগরীর ভূয়ারবাগ তালগাছ তলার কালী প্রতিমা বিসর্জন

নগরীর ভূয়ারবাগ তালগাছ তলার কালী প্রতিমা বিসর্জন

নগরীর ভূয়ারবাগ তালগাছ তলার কালী প্রতিমা বিসর্জন
নগরীর ভূয়ারবাগ তালগাছ তলার কালী প্রতিমা বিসর্জন

নারায়ণগঞ্জ কথা : হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো নারায়ণগঞ্জ জেলার চার দিনব্যাপী শ্রী শ্রী শ্যামা পূজার আনুষ্ঠানিকতা।

বুধবার (৩০ অক্টোবর) রাতে  নগরীর ৫নং ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নগরীর ভূয়ারবাগ তালগাছ তলার কালী প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

প্রতিমা বিসর্জনে  পূজা কমিটি সভাপতি অপু সরকার ও সেক্রেটারি এডভোকেট রাজিব মন্ডল এর সভাপতিত্বে প্রতিমা বিসর্জন করেন।

এ সময় উপস্থিত ছিলেন,সবীর সাহা,র্নিমল সরকার,সুমন,অসিন,শুর্ভত,সান্ত,কার্তিক,গণেশ,দিপু,মানিক,পাপ্পু,ঝড়,অমিত,ও সঞ্জয় অনান্য নেতৃস্থানীয় লোকজন।

প্রতিবারের ন্যায় এবারো নগরীর  প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয় যথেষ্ট পরিমান নিরাপত্তা ব্যবস্থা। কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয় এবারের কালী পূজার বিসর্জন। 

Shares
error: Alert: Content is protected !!