
নারায়ণগঞ্জ কথা : নারায়নগঞ্জে আসেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি(প্রশাসন) ড.মইনুর রহমান চৌধুরী ।বাংলাদেশ পুলিশ কল্যান ট্রাস্টের মালিকানাধীন ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড (সিবিবিএল)’যার লভ্যাংশ নারায়নগঞ্জ পুলিশের কল্যানে ব্যয় হবে তার শুভ উদ্বোধন ও আলোচনা করেন ।
রবিবার (২০অক্টোবর) সকালে নারায়নগঞ্জ সার্কেট হাউজে বাংলাদেশ পুলিশ কল্যান ট্রাস্টের মালিকানাধীন ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড (সিবিবিএল)’যার লভ্যাংশ নারায়নগঞ্জ পুলিশের কল্যানে ব্যয় হবে তার শুভ উদ্বোধন ও বর্তমান নারায়নগঞ্জ জেলার প্রশাসনিক অবস্থা নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি(প্রশাসন) ড.মইনুর রহমান চৌধুরী সাক্ষাৎকারে বলেন, বর্তমান নারায়নগঞ্জের খুন,গুম,সন্ত্রাসী, চাঁদাবাজি,ভূমিদূস্য, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনীয় ব্যবস্থার মাধ্যমে আইনের আওয়াতার এনে নারায়নগঞ্জকে গুম,খুন,চাঁদাবাজি ও মাদক মুক্ত করায় নারায়নগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশিদকে সাধুবাদ জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)মোঃমনিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ)আব্দুল্লাহ আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)নূরে আলম।