
নারায়ণগঞ্জ কথা : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, সাধারণ মানুষ যেন হয়রানি না হয় সে লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ পয়েন্টে পুলিশ বক্সে সার্বক্ষণিক একজন সিনিয়র অফিসারের মাধ্যমে মনিটরিং করা হবে এবং দিন ও রাতে পালাক্রমে পুলিশ বক্সে পুলিশ অবস্থান করবে।
রোববার ২৯ সেপ্টেম্বর দুপুর ১টায় হাজীগঞ্জে চাষাঢ়া-আদমজী-শিমরাইল সড়কে পুলিশ বক্স উদ্বোধনের সময়ে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ পয়েন্টে পুলিশ বক্সে সার্বক্ষণিক পুলিশ অবস্থান করে বিভিন্ন প্রকার তল্লাশি সহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন। এসময় উপস্থিত ছিলেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।