স্টাফ রিপোর্টার : জিমখানাস্থ আলাউদ্দিন খান স্টেডিয়ামে কাউন্সিলা কাপ ফুটবল টুর্নামেন্টে উদ্ভোধণী খেলায় শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর ) বাবুরাইল ক্রীয়া সংসদ কে ২ গোলে হারিয়ে নীরব স্যাটালাইট একাডেমী জয়লাভ করেন ।
এসবি ক্যাবলের ব্যবস্থাপনা পরিচালক এমআরকে রিয়েনের পৃষ্ঠপোষকতায় খেলায় অংশ নেয় কাশিপুর একাদশ ও বাবুরাইল একাদশ দল।
টানটান উত্তেজনার মধ্য দিয়ে ২-০ গোলে খেলার সমাপনী ঘটে। এ খেলায় জয় লাভ করে এস এম নাসির (টিম ম্যানেজার) নিরব স্যাটালাইট একেডেমির কাশিপুর একাদশের দল।
নিরব স্যাটালাইট একেডেমির টিম ম্যানেজার এস এম নাসির বলেন, মাদক মুক্ত দেশ হিসেবে গড়তে যুব সমাজের ভূমিকা রাখতে হবে। খেলাধূলার মাধ্যমেই সমাজ ও দেশটা মাদক মুক্ত করা সম্ভব্য এজন্যে খেলাধূলার কোনো বিকল্প নাই। ফুটবল খেলায় আমাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের স্থান দখল করতে হবে ।