Home জীবন কথা নতুন অতিথির আগমনে আলোকিত ‍ওসমান পরিবার

নতুন অতিথির আগমনে আলোকিত ‍ওসমান পরিবার

নতুন অতিথির আগমনে আলোকিত ‍ওসমান পরিবার

নারায়ণগঞ্জ কথা রিপোর্টঃ  ওসমান পরিবারে নতুন অতিথির আগমনে চলেছে সবার মাঝে আনন্দের উল্লাস। প্রথমবারের মতো দাদা হওয়ার আনন্দে আত্মহারা শামীম ওসমানের সহধর্মীনি লিপি ওসমানসহ গোটা নারায়ণগঞ্জবাসী এবং এই সু-খবর বাংলাদেশে সবখানে বিরাজমান ।

দুপুর পৌনে তিনটার দিকে ঢাকার অ্যাপলো হসপিটালে একটি পুত্র সন্তান প্রসব করেন অয়ন ওসমানের স্ত্রী ইরফানা আহমদ রাশমী। বর্তমানে নবজাতক ও মা দুজনই সুস্থ রয়েছেন বলে পরিবার জানান। পরিবারের নতুন অতিথিকে কোলে তুলে পারান ভরে আদর করেন। এদিকে অয়ন ওসমান জানিয়েছেন, ‘আমি একটি সুস্থ সন্তানের বাবা হয়েছি, আলহামদুল্লিাহ।’ সবাই দোয়া করবেন ।

Shares
error: Alert: Content is protected !!