নারায়ণগঞ্জ কথা রিপোর্টঃ ওসমান পরিবারে নতুন অতিথির আগমনে চলেছে সবার মাঝে আনন্দের উল্লাস। প্রথমবারের মতো দাদা হওয়ার আনন্দে আত্মহারা শামীম ওসমানের সহধর্মীনি লিপি ওসমানসহ গোটা নারায়ণগঞ্জবাসী এবং এই সু-খবর বাংলাদেশে সবখানে বিরাজমান ।
দুপুর পৌনে তিনটার দিকে ঢাকার অ্যাপলো হসপিটালে একটি পুত্র সন্তান প্রসব করেন অয়ন ওসমানের স্ত্রী ইরফানা আহমদ রাশমী। বর্তমানে নবজাতক ও মা দুজনই সুস্থ রয়েছেন বলে পরিবার জানান। পরিবারের নতুন অতিথিকে কোলে তুলে পারান ভরে আদর করেন। এদিকে অয়ন ওসমান জানিয়েছেন, ‘আমি একটি সুস্থ সন্তানের বাবা হয়েছি, আলহামদুল্লিাহ।’ সবাই দোয়া করবেন ।