
ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লা তক্কারমাঠ এলাকার একটি বাড়ি জঙ্গির আস্তানা হিসেবে চিহ্নিত করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম টিম। বাড়িটি নব্য জেএমবির সদস্যরা বোমা তৈরীর ল্যাব হিসেবে ব্যবহার করা হতো বলে পুলিশ জানান ।
সোমবার (২৩ সেপ্টেম্বর ) দেখা যায়, বাড়িটিতে ৬টি কক্ষ। এর মধ্যে ২টি কক্ষ বোমা তৈরীর একাধিক উপাদান রয়েছে। ওই দুটি কক্ষ বোমা তৈরীর কাজে ব্যবহৃত হতো।
সোমবার ভোররাতে তক্কার মাঠের বাংলাদেশ ব্যাংকের অবসর প্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সহ জেলা পুলিশ।
এর পূর্বে বাংলাদেশ ব্যাংকের অবসর প্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জয়নাল আবেদীনের অন্য একটি বাড়ি থেকে ভোর রাতে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক ফরিদউদ্দিন রুমি (২৭), এবং তার স্ত্রী অগ্রণী ব্যাংকের কর্মকর্তা জান্নাতুল ফোয়ারা অনুকে (২৭) আটক করে পুলিশ।