
নারায়ণগঞ্জ কথা : টানবাজার হরিজন সিটি কলোনী এবং আশে পাশের এলকায় যুগ্ম সম্পাদক ১৫ ওয়ার্ড কৃষকলীগ মামুন চন্দ্র দাস এর উদ্যোগে ডেঙ্গু ও এডিস মশা নিধন পরিস্কার পরিচ্ছন্নতা ৩ দিনের অভিযান শুরু করেন একটি রেলি দিয়ে ৷
১১ সেপ্টেম্বর বুধবার দুপর ৩ টায় রেলি উদ্বোধন করেন ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর বিন্নি টানবাজার হরিজন সিটি কলোনী এবং আশে পাশের এলকায় ডেঙ্গু ও এডিস মশা নিধন পরিস্কার পরিচ্ছন্নতা করতে রেলি করেন
তিনি বলেন : এ শহর তোমাদের আমাদের সবার তোমরা যেমন শহরে কাজ করে শহর পরিস্কার রাখো ঠিক সেই ভাবে নিজের ঘড় পরিস্কার করবে নিযের এলাকা সুন্দর করবে এতে বোযা যাবে যে নিযেকে পরিস্কার রাখবে সে তার এলাকাতে পরিস্কার পরিচ্ছন্নতা রাখবে আমি চাই সবাই ভালো থাক মামুনের মতো ভালো কাজের উদ্দেগ সবাই যেনো নেয় ৷
এ সময় উপস্তিত মিলন দাস শ্রী শ্রী শিবরাম কৃষ্ণ মন্দির এর সভাপতি, পরিমল দাস সাধারন সম্পাদক, টানবাজার হরিজন সিটি কলোনীর পঞ্চায়েত কারফু লাল, চৌধুরী,প্রধান শরিফ লাল,বাংলাদেশ হরিজন ঐক পরিষদ নাঃগঞ্জ জেলার অমৃত লাল সভাপতি ,প্রতাপ লাল ডোম সাধারন সম্পাদক অমৃত লাল ঐক পরিষদ নাঃগঞ্জ জেলার সভাপতি ,প্রতাপ লাল ডোম সাধারন সম্পাদক,শিমুল দাস নারায়ণঞ্জে ওয়ার্কাস ইউনিয়ন সভাপতি , সুরাজ লাল দাস সহ -সভাপতি,শ্রী দপন লাল সাধারন সম্পাদক,কামাল দাস ঐক পরিষদ নাঃগঞ্জ জেলা থানা কমিটি সভাপতি,শ্রী লাল দাস সাধারন সম্পাদক,মাসুম দাস হরিজন সমাজ সেবা সংঘ সভাপতি,মিঠু লাল সাধারন সম্পাদক,বলরাম দাস হরিজন সমাজ সেবা সংঘ সাবেক সভাপতি,রুবেল দাস সাধারন সম্পাদক,সেরা লাল সেরা জেকি পরিষদ সাবেক সভাপতি,কালা বৈইল খানা হরিজন সিটি কলোনি সভাপতি,অমিত দাস সাধারন সম্পাদক,মিঠু চান ডোম ডোম সমাজের কেন্দিয় উন্নয়ন কমিটির সভাপতি,শর্মন লাল ডোম সাধারন সম্পাদক,আজব লাল ডোম সমাজের প্রধান ও সর্দারবৃন্দ,সুজন লাল ডোম সভাপতি,রক এন্ড রোল এর আমান দাস সভাপতি,সাঞ্জু দাস সাধারন সম্পাদক,সুমিত,সানঞ্জিদ,শিবু,জনু,সুবাশ, TSC ইসপোটিং ক্লাব রঙ্গ লাল ডোম সভাপতি ,গোতম প্রভু সাধারন সম্পাদক,নয়ন দাস রুপতুনু ইসপোটিং ক্লাব সাধারন সম্পাদকা কিষেন দাস ও এলাকা বাসি ৷