নারায়ণগঞ্জ কথা : রুখে দাঁড়াও স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে’ নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান আয়োজিত সমাবেশে কুতুবপুর রসূলপুর থেকে জামাল উদ্দিন বাচ্চু ও লিটন হালদারের নেতাকর্মীর একটি বিশাল মিছিল নিযে যোগদান করেন
উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন মোজাফফর সিং, নবীর হোসেন, বনী, করীম, মনির ও করিমের সহ হাজারও নেতাকর্মী প্রমুক